ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনার দুর্দান্ত জয়

বিটিসি স্পোর্টস ডেস্ক: কোস্টারিকার বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ জয় তুলে নিল আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মধ্য আমেরিকার দেশটিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
আজ বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল স্টেডিয়ামে ম্যাচের ৫১ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা ১-০ গোলে পিছিয়ে ছিল। যেখানে প্রথমার্ধের ৩৪তম মিনিটে কোস্টারিকার হয়ে গোল করেন ম্যানফ্রেড ইউগ্লেড।
বিরতির পর দ্রুতই ফ্রি কিক পায় আর্জেন্টিনা। তবে চোটের কারণে লিওনেল মেসির অনুপস্থিতিতে ফ্রি কিকটা আনহেল দি মারিয়া নিয়েছেন। সেখানেই কোস্টারিকা গোলকিপার কেইলর নাভাসের বাঁ পাশ দিয়ে নিখুঁত গোল!
চার মিনিট পার দ্বিতীয় গোলের দেখা পায় আলবিসেলেস্তারা। ৫৬তম মিনিটে ‘ট্রিপল হেড’ থেকে এই গোল পেয়েছে আর্জেন্টিনা। নিকোলাস ওতামেন্দির হেড পান নিকোলাস তালিয়াফিকো। তার হেড কোস্টারিকার পোস্টে লেগে ফিরে এলেও ফিরতি বলে হেড করে গোল করেন আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার।
এদিকে কোস্টারিকার জালে আর্জেন্টিনার শেষ গোলটি করেন স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। ৭৬তম মিনিটে বক্সের বাইরে থেকে রদ্রিগো দি পলের পাস পেয়ে গোল করেন ইন্টার মিলান তারকা। ১৬ ম্যাচ পর জাতীয় দলের হয়ে গোল করলেন তিনি।
কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচেই জয় পেল আর্জেন্টিনা। এর আগে গত শনিবার এল সালভাদরের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে স্কালোনির দল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.