গাজার নাসের হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলিরা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার থেকে গাজার খান ইউনিসের নাসের হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি কয়েক ডজন ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন। এদিকে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলী সামরিক অভিযানের ফলে আরো একটি হাসপাতালের ‘সেবা কার্যক্রম বন্ধ’ হয়ে গেছে।
নেসার হাসপাতালের প্রত্যক্ষদর্শীরা এএফপি’কে জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের বিস্তীর্ণ কমপ্লেক্সে গুলি চালানো হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো অভিযান চালানো হয়নি। হাসপাতালটিতে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি সৈন্যরা অভিযানের প্রস্তুতি হিসেবে এর আশেপাশে ‘মর্টারের গোলা এবং সহিংস অভিযান পরিচালনা’ করছে।
মন্ত্রণালয় বলেছে, ‘হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ এখনও হাসপাতালের ভিতরে রয়েছে। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার পানি, খাবার এবং শিশু খাদ্য নেই এবং তাদের জীবন হুমকির মধ্যে রয়েছে।’
ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য এএফপি’র অনুরোধের জবাব দেয়নি।
গত নয় দিন ধরে ইসরায়েলি সৈন্যরা এই অঞ্চলের বৃহত্তম গাজা শহরের আল-শিফা হাসপাতালে এবং এর আশেপাশে ভয়াবহ অভিযান চালিয়ে যাচ্ছে। তারা সেখানে ১৭০ ফিলিস্তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.