ঘাসফুল দিয়ে স্ত্রীকে ভালোবাসা নিবেদন বাইডেনের

(ঘাসফুল দিয়ে স্ত্রীকে ভালোবাসা নিবেদন বাইডেনের–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ৭৮ বছর। তাতেও এতটুকু রোমান্টিকতায় ভাটা পড়েনি তার। ছোট্ট একটি ঘাসফুল দিয়ে ভালোবাসা নিবেদন করে স্ত্রী জিল বাইডেনকে চমকে দিয়েছেন তিনি। তাদের এই রোমান্টিক দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ তা দেখেছেন।
গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) জর্জিয়ায় যাওয়ার জন্য হোয়াইট হাউস থেকে বের হচ্ছিলেন বাইডেন। তখন হঠাৎ নিচু হয়ে ঘাসে ফুটে থাকা একটি ফুল তুলে উপহার দেন স্ত্রীকে।

অর্থের হিসেবে এটা দামি কিছু না হলেও এই ঘাসফুলেই ভালোবাসা খুঁজে নিয়েছেন বাইডেন দম্পতি।

দ্য হিলের খবর জানায়, জর্জিয়ার আটলান্টায় একটি সমাবেশে যোগ দিতে যাওয়ার জন্য রওনা হচ্ছিলেন প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল। হোয়াইট হাউস প্রাঙ্গণ পেরিয়ে মেরিন ওয়ান হেলিকপ্টারে উঠতে ঘাসের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন তারা। তখন হঠাৎ নুয়ে পড়েন বাইডেন। তা দেখে থমকে যান জিল।

উঠে দাঁড়িয়ে মুখে হাসি নিয়ে স্ত্রীর হাতে তুলে দেন একটি ড্যান্ডেলিয়ন ফুল। আর মনে আনন্দ নিয়েই তা গ্রহণ করেন ফার্স্ট লেডি। এরপর জিলের কোমরে হাত রেখে তাকে হেলিকপ্টারের দিকে এগিয়ে নেন বাইডেন। আর জিল স্বামীর দেওয়া ফুলটি সযত্নে হাতে নিয়েই হেলিকপ্টারে উঠেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.