গ্রামের শেষের ব‍্যক্তির হাতে সেবা পৌঁছে দিতে চায় প্রধানমন্ত্রী — ম্মৃতি এমপি 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আইএফআইসি ব‍্যাংকের ১৭০ তম পলাশবাড়ী শাখার উদ্ধোধন করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস‍্য ও কেন্দ্রীয় কৃষক লীগ সাধারণ সম্পাদক  অ‍্যাড,উম্মে কুলছুম ম্মৃতি।
তিনি বলেন, বতর্মান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামের শেষের ব‍্যক্তিটির হাতে সেবা পৌঁছে দিতে চায়। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আইএফআইসি ব‍্যাংকের কর্মকর্তাদের আহবান জানান এমপি।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পলাশবাড়ী পৌরসভার খোশ মোহাম্মদ মার্কেটের দ্বিতীয় তলায় এ শাখার উদ্ধোধন কালে এ কথা বলে তিনি।
এসময় উপস্থিত ছিলেন,আইএফআইসি ব‍্যাংকের ডিএমডি গিতঙ্ক দেবদীপ দত্ত, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান,পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, আইএফআইসি ব‍্যাংকের ব্রাঞ্চ ম‍্যানেজার সাজিদ রশিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আইএফআইসি ব‍্যাংকের বগুড়া  শাখার ম‍্যানেজার তাজমিলুর রহমান ডলার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.