গোমস্তাপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয়দের নিয়ে এই কর্মশালা হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. ওয়াহিদুজজামান।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মোঃ আব্দুস সালাম, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ন রেজা, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন। কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক দেশের শিশু ও নারীর উন্নয়নে সচেতনতা তৈরিতে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, গোমস্তাপুর ইউপি সচিব রাকিবুল ইসলাম, ইউপি সদস্যগন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় মোট ৪০জন অংশ নেয়। এসময় জেলা তথ্য অফিসের বিভিন্নস্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। শেষে অতিথিগণ ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে বৃক্ষ রোপন করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.