গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, ভাংচুর ও হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতাল পল্লীতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, ভাংচুর ও হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড় নামকস্থানে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটি ও আদিবাসী বাঙালী পরিষদের যৌথ উদ্যোগে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফুরুল ইসলাম প্রধান, সহ সাধারণ সম্পাদক বার্নাবাস টুডু, সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম মিজান ও মামলার বাদী থমাস হেমব্রম প্রমুখ।
এরআগে জয়পুরপাড়া ও মাদারপুর গ্রাম থেকে নারী-পুরুষ ব্যানার, ফেন্টুন ও লাল পতাকা হাতে একটি বিক্ষোভ মিছিল বের করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.