গোপালপুর পৌরসভায় দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে গরীব-দুঃস্থ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার গোপালপুর পৌরসভা কার্যালয়ে ক্ষুদ্র ব্যবসায়ী ও গরীব-দুঃস্থদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, গোপালপুর পৌরসভা মেয়র নজরুল ইসলাম মোলাম সহ পৌরসভার সকল সদস্য ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ লালপুর (নাটোর) প্রতিনিধি নাহিদ হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.