ধামইরহাটে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাতাজী সড়কের কাদিপুর ডবল ব্রীজের উত্তরপার্শ্ব থেকে তাদের আটক করা হয়। ঘটনায় থানায় মামলা হয়েছে।

আটকরা হলেন, জেলার মহাদেবপুর উপজেলার চকখড়িবল্লভ গ্রামের নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০) ও বদলগাছী উপজেলার গোবরচাঁপা গ্রামের আনিছুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান মিঠুন (৩৪)।

থানায় মামলা সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার রঘুনাথপুর গ্রামের রবিউল ইসলাম তার শ্বশুর হাফিজুর রহমান ও শ্যালক ফিরোজকে সঙ্গে নিয়ে গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বরথা বাজারে গরু কেনার উদ্যেশে রওয়ানা দেন।

পথিমথ্যে মাতাজী সড়কের কাদিপুর ডবল ব্রীজের উত্তরপার্শ্বে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই যুবক তাদের গতিরোধ করে। এরপর তারা মাস্ক ব্যবহার না করায় মোটরসাইকেল থেকে জাহিদুল ইসলাম নেমে এসে তাদের শরীর তল্লাশি শুরু করে।

পরে রবিউল ইসলামের কোমরে থাকা ৬০ হাজার টাকার বান্ডিল কেড়ে নিয়ে তড়িঘড়ি করে তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মোটরসাইকেলসহ দুই যুবক জাহিদুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান মিঠুনকে আটক করে গণধোলাই দেয়।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি টহল দল ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের উদ্ধার করে এবং ঘটনার সত্যতা মেলে। পরে ছিনতাই হওয়া ৬০ হাজার টাকা উপস্থিত লোকজনের সামনে টাকার মালিক রবিউল ইসলামকে ফেরত দেয় র‌্যাব ৫। পরে র‌্যাব তাদেরকে ধামইরহাট থানায় সোপর্দ করে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ঘটনায় ভুক্তভোগী রবিউল ইসলাম বাদী হয়ে ওই দিন রাত ৮টার দিকে মামলা করেছেন। আজ বৃহস্পতিবার সকালে আসামীদের আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.