গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দুই নারী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৫ জন।

আজ শনিবার (১৮জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেন্নাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: গোপালগঞ্জ সদর উপজেলার চামটা গ্রামের নুরু মোল্যার স্ত্রী রোমিচা বেগম (৫০) ও মুকসদুপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের মহিষতলী গ্রামের সুবল বালার স্ত্রীর শেফালি বালা (৪০)।

গোপালগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, মাদারীপুরের টেকেরহাট থেকে যাত্রী নিয়ে গোপালগঞ্জে আসছিল বন্ধন পরিবহনের একটি যাত্রবাহী লোকাল বাস।

এ সময় বাসটি ভেন্নাবাড়ীতে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে সড়কের পাশের কয়েকটি গাছের সাথে বাসটির সাজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় গাছ ও বাসের মাঝখানে চাপা পড়ে দুই নারী যাত্রী রোমিচা বেগম ও শেফালি বালা ঘটনাস্থলে নিহত হন। এ সময় বাসের অপর আরো ১৫ যাত্রী আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিহত দুই নারীর মরদেহ উদ্ধার করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

দুর্ঘটনার পর গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গোপালগঞ্জ প্রতিনিধি শাফিউল কায়েস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.