গোপালগঞ্জে কাভার্ড ভ্যানে হঠাৎ আগুন সূত্রপাত , মালামাল পুড়ে ছাই

গোপালগঞ্জ প্রতিনিধি:  গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়ায় মালামাল বোঝাই একটি কাভার্ড ভ্যান আগুনে সূত্রপাতে পুড়ে গেছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা নূর মোহাম্মদ বিটিসি নিউজকে জানান, ট্রান্সপোর্ট এজেন্সি সামিয়া সুবেহা কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যান মালামাল নিয়ে ঢাকা থেকে খুলনা যাচ্ছিল।

পথে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়ায় পৌঁছালে তাতে হঠাৎ আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, যান্ত্রিক ত্রুটি থেকেই কাভার্ড ভ্যানটিতে আগুনের সূত্রপাত ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনে কাভার্ড ভ্যানটিতে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর  গোপালগঞ্জ প্রতিনিধি শাফিউল কায়েস। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.