ভারতের বিমানবাহী যুদ্ধজাহাজ “ বিক্রমাদিত্যে ” ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কগতকাল শুক্রবার ভারতের বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস কর্ণাটকের কারোয়ার উপকূলে অবস্থান করছিলো রণতরী বিক্রমাদিত্যে। এ সময় হঠাৎ করেই এতে অগ্নিকাণ্ডের আগুন ধরে যায়। যদিও এই আগুনের ফলে বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি।

জাহাজের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন আগুন লাগার কিছুক্ষণ পরই ধোঁয়া ও গ্যাসের কারণে সংজ্ঞাহীন হয়ে পড়েন লেফটেন্যান্ট কমান্ডার ডি এস চৌহান।

এরপরই তাকে কারোয়ারের নৌ-সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার জ্ঞান আর ফেরেনি । হাসপাতালেই তার মৃত্যু হয়।

এই বিষয়ে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ভারতীয় নৌ বাহিনী। কীভাবে এই আগুন লাগল, কোথাও গাফিলতি ছিল , শনাক্ত করবে ওই কমিটি।

প্রসঙ্গত:  ২০১৩ সালে ভারতীয় নৌ-সেনায় অন্তর্ভুক্ত হয় আইএনএস বিক্রমাদিত্য। রুশ নির্মিত এই রণতরীতে রয়েছে অত্যাধুনিক মিগ-২৯ যুদ্ধবিমান, বারাক মিসাইল-সহ একাধিক ঘাতক অস্ত্র।

১৯৯৬ পর্যন্ত রুশ সেনায় কাজ করার পর, ভারতের কাছে জাহাজটি বিক্রির প্রস্তাব দেয় রাশিয়া। এই যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্য থেকেই ভূমি থেকে আকাশে হামলায় সক্ষম বারাক-৮ ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা করে ভারত।

আরব সাগরে হওয়া এই পরীক্ষায়, খুবই নীচ থেকে দ্রুতগতিতে ছুটে চলা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয় বারাক-৮।

যার ফলে ভারতের নৌবাহিনী এবং এয়ারক্র্যাফ্ট কেরিয়ারের শক্তি আরও বেড়ে গিয়েছে বলেই মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.