গুয়াতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত ৬ জনের মৃত্যু

 

বিটিসি নিউজ ডেস্ক: গুয়াতেমালা সিটি, ৪ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রোববার ছয়জনের মৃত্যু হয়েছে। এতে আকাশে ছাইভস্ম ছড়িয়ে পড়ায় বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। খবর এএফপি’র।
জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থার মুখপাত্র ডেভিড ডি লিওন সাংবাদিকদের বলেন, চলতি বছর এনিয়ে দ্বিতীয়বারের মতো বড় ধরনের অগ্ন্যুৎপাত ঘটল।

নিহতরা সকলেই কৃষক। তারা আগ্নেয়গিরির দক্ষিণে উত্তপ্ত লাভা  স্রোতের মাঝে আটক পড়ে মারা যায়।
এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে এবং আন্টিগুয়াসহ আশপাশের কয়েকটি নগরীর ২ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। নগরীটি গুয়াতেমালার প্রধান পর্যটন কেন্দ্র।

ছাইয়ের কবলে পড়া কৃষকরা জীবন বাঁচাতে তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীরা তাদের আশ্রয় দেয়ার চেষ্টা করে যাচ্ছে।

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ছাইভস্ম আকাশের ৩ হাজার ৭৬৩ মিটার উপরে ছড়িয়ে পড়ায় গুয়াতেমালা সিটির আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। সূত্র: বাসস #

Comments are closed, but trackbacks and pingbacks are open.