গুলিস্তানে ৩ মরদেহ উদ্ধারের জন্য পদক পেলো র‌্যাবের ‘চিতা’

বিশেষ প্রতিনিধি: বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ডগ স্কোয়াডের কুকুর ‘চিতা’। দেশে প্রথমবারের মতো ডগ স্কোয়াডের কোনো কুকরকে র‍্যাবের ‘মহাপরিচালক’ পদক দেওয়া হলো।
সোমবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদরদপ্তরে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়। ‘চিতা’কে পদক পরিয়ে দেন র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
র‌্যাব ফোর্সেসের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‌্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে এই অনুষ্ঠান হয়।
র‌্যাব জানায়, রাজধানীর গুলিস্তানে ভবন বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কাজে অংশ নিয়েছিল ‘চিতা’। এসময় কুকুরটি নিহত তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
এদিকে র‌্যাবের ৩৫ জন সদস্যকে ‘মহাপরিচালক সাহসিকতা’ পদক ও ৫০ জনকে ‘মহাপরিচালক সেবা’ পদক দেওয়া হয়।
এছাড়া বিভিন্ন সময়ে নিহত ও আহত হওয়া র‌্যাব সদস্যদের পরিবারকে সহায়তা করা হয়।
এরআগে ৭ মার্চ বিকেলে গুলিস্তানের সিদ্দিকবাজারে সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৫ জন। ক্ষতিগ্রস্ত ভবনটির নাম ‘কুইন টাওয়ার’।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.