গুরুদাসপুরে ৫০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার-২


নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোলপ্লাজার সামনে একটি মিনিট্রাকে তল্লাসী চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে এবং আজ সোমবার দুপুরে তাদের নাটোর কারাগারে পাঠানো হয়।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলামের নেতৃত্বে এসআই মজিদ, এসআই কালাম ও এএসআই রুবেল সঙ্গীয় ফোর্সসহ কাছিকাটা টোলপ্লাজা এলাকায় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী মিনিট্রাকে (ঢাকা মেট্রো-এনএ-২০-৩৮০১) তল্লাসী করেন।

এসময় ট্রাকে থাকা ৪টি ট্রাঙ্কের মধ্যে রাখা তুলার বস্তায় সাজানো ৫০০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পুলিশ ওই ট্রাক ড্রাইভার চুয়াডাঙ্গার দৌলদিয়া গ্রামের আব্দুুল গাফফারের ছেলে মনিরুজ্জামান ওরফে দোয়েল (৩০) ও হেলপার লতিডাঙ্গা গ্রামের টগরকে (১৪) গ্রেপ্তার করে থানায় আনে।

ওসি মোজাহারুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.