গুরুদাসপুরে দু’পক্ষে সংঘর্ষে আহত-২, পাল্টাপাল্টি মামলা গ্রেপ্তার-৩


নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে গরু ব্যবসায়ী জাহাঙ্গীর প্রামানিককে (৪০) কে মারপিট ও টাকা ছিনতাইয়ের ঘটনায় গুরুদাসপুর থানায় বাদী হয়ে জাহাঙ্গীরের বড় ভাই ওমর আলী মামলা দায়ের করেছেন।
জাহাঙ্গীর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালী গ্রামের মৃত আরশেদ আলীর ছোট ছেলে। আবার অপর পক্ষে পার্শ¦বর্তী পাঁচশিশা গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী ছকিনা বেগম বাদী হয়ে আহত জাহাঙ্গীরসহ ২৩জনের বিরুদ্ধে থানায় পাল্টা মামলা দায়ের করেছেন। পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ এবং মামলার কারণে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
মামলার বিবরণ ও স্থানীয় সুত্রে জানাযায়, বুধবার (৫ অক্টোবর) সকালে উপজেলার দেবদার মোড়ে মফিজ উদ্দিনের ছেলে শাহিন ও তার লোকজন জাহাঙ্গীরকে লোহার রড ও হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে তার কোমড় থেকে ৭ লাখ ৮২ হাজার টাকার কাপুড়ের তোরা ছিনিয়ে নেয়। জাহাঙ্গীর ওই টাকা নিয়ে রাজশাহীর চারঘাট রুস্তমপুর হাটে গরু কেনার জন্য যাচ্ছিলেন। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
আবার আহত জাহাঙ্গীরের লোকজন প্রতিপক্ষ দলের মফিজ উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও তার ছেলে বিল্টুকে মারধর করে এবং বাড়িতে থাকা গহনাসহ নগদ ৬ লাখ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে মামলার বাদী ছকিনা বেগম জানিয়েছেন।
তবে একটি সুত্র জানায়, গত ২ অক্টোবর গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বিটিসি নিউজকে বলেন, দুই পক্ষই মামলা করেছেন। ইতিমধ্যে মফিজ উদ্দিন(৬২), মোস্তফা মন্ডল(৪০) ও মুক্তার হোসেন(৩০) কে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.