গুরুদাসপুরে জামাত নেতাকে অধ্যক্ষ পদে নিয়োগের প্রতিবাদে মানববন্ধন


নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর ডিগ্রী (অনার্স) কলেজের শূণ্যপদে জামাত শিবিরের পৃষ্ঠপোষক আমিনুল ইসলাম রতনকে অধ্যক্ষ পদে অবৈধভাবে নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ শুক্রবার বেলা ১১টায় কলেজটির সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ওই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবুল হাসান মিশু ও সাধারণ সম্পাদক শাহ সিরাজ, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রানা আহমেদ। এছাড়া মোজাম্মেল হক, হাবিবুর রহমান, আশেক আলী, দেলোয়ার হোসেন, মো. রাকিব ও মো. নাইম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নাজিরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম ইউনিয়ন জামাতের সাবেক সভাপতি ছিলেন। তিনি জামাত-শিবিরের পৃষ্ঠপোষক হিসেবে একসময় নাজিরপুরে লাঠি মিছিল করেছেন। গোপনে কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ নেওয়ার পায়তারা চালাচ্ছেন। এলাকাবাসী তার অপসারণ ও নিয়োগ স্থগিতের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ অস্বীকার করে আমিনুল ইসলাম বলেন, ১২ বছর ধরে কলেজটিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কাজ করছি। পদটি শূণ্য হওয়ায় আমিসহ চারজন অধ্যক্ষ পদে আবেদন করি। স্থানীয় একটি চক্র আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। নিজেদের স্বার্থ হাচিলের জন্য তারা বিভিন্ন ভাবে আমাকে হয়রানী করার চেষ্টা করছে।
এছাড়াও গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) কলেজের গর্ভনিংবডির মিটিংএ পদটি স্থগিত করা হয়েছে। আমি বাংলাদেশ আ-লীগের একজন সক্রীয় কর্মী। আমার বাড়িতে মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিলো। আমার চাচা একজন মুক্তিযোদ্ধা। তাছাড়াও আমার স্বজনদের মধ্যে অনেকেই মুক্তিযোদ্ধা রয়েছেন এবং সকলেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আমি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর স্বাধীনতার ব্যাপারে কারো সাথে আপোষ করিনা।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বিটিসি নিউজকে জানান, কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.