গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ গেল দামেস্ক’র প্রধান মুফতির

(গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ গেল দামেস্ক’র প্রধান মুফতির–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার দামেস্কের গ্র্যান্ড মুফতি শেইখ মুহাম্মাদ আদনান আফিয়ুনি গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।

গতরাতে কুদসায়া শহরে তাকে বহনকারী গাড়িতে বোমা বিস্ফোরণে প্রথমে আহত হন প্রখ্যাত এই আলেম। এরপর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী গাড়িতে বোমা পেতে রাখার দায় স্বীকার করেনি।

শেইখ মুহাম্মাদ আদনান আফিয়ুনি ইসলাম গবেষক হিসেবে সিরিয়ার বাইরেও পরিচিতি পেয়েছিলেন।

তিনি সিরিয়ার জাতীয় ঐক্য ও সংহতির জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছেন। গোটা দামেস্ক প্রদেশের প্রধান মুফতি ছিলেন তিনি। ২০১৬ সালে তার ইমামতিতে ঈদুল আজহার নামাজে অংশ নেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

সিরিয়ায় ২০১১ সাল থেকে বিদেশী মদদে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে। সহিংসতায় এ পর্যন্ত অসংখ্য মানুষ হতাহত হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.