গাড়িবোমা বিস্ফোরণে উত্তর সিরিয়ায় নিহত ১৯, আহত ৩৩

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের গণমাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোরের বরত দিয়ে জানা যায় তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ার আল-বাব শহরে আজ শনিবার (১৬ নভেম্বর) একটি গাড়িবোমা বিস্ফোরণে ১৩ বেসামরিক নাগরিকসহ ১৯ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছে।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, শহরটির এক বাস ও ট্যাক্সি স্টেশনে এই গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।

এই পর্যবেক্ষক সংস্থা জানায়, এখনও কোনও ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ থেকে এই বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেনি। ইসলামিক স্টেটের কাছ থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে শহরটি কেড়ে নেয় তুর্কি সৈন্যরা।

এরপর থেকেই আলেপ্পোর ৩০ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত এই শহরে কঠোর নিরাপত্তা বিরাজ করছিল। এখানেই খিলাফত প্রতিষ্ঠা করে জিহাদিরা। যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সৈন্যরা গত মার্চ মাসে তাদেরকে নিশ্চিহ্ন করে। তুরস্ক এই গাড়িবোমা বিস্ফোরণের জন্য কুর্দিশ পিপল’স প্রটেকশন ইউনিটসকে (ওয়াইপিজে) দায়ী করেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, দায়েশের পদ্ধতি অনুসরণ করে কুর্দি যোদ্ধারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.