গানের মধ্যে দিয়ে মিছিলে হাঁটলেন বুদ্ধিজীবীরা

কলকাতা প্রতিনিধি: আজ শনিবার (১৮ জানুয়ারী) ফের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে পথে নামলেন সঙ্গীত শিল্পী, চিত্র শিল্পীরা৷ ছিলেন টলিউডের একগুচ্ছ কলাকুশলীরা৷ সকলেই গান গেয়ে প্রতিবাদ মিছিলে পা মেলালেন ৷ তাঁরা জানিয়েছেন দেশের এই বিপর্যস্ত পরিস্হিতিতে তাঁদের সকলকে একত্রে পথে নেমেই সংকট থেকে মুক্তির পথ খুঁঁজে বের করতে হবে ৷
মিছিলের অগ্রভাগে ছিলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক শ্রী দেবজ্যোতি মিশ্র ৷ তাঁর সাথে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বহু নবীন ও প্রবীণ মানুষ ৷ তাঁরা সকলে মিলে ” পথে এবার নাম সাথী, পথে হবে এ পথ চেনা ” গানটির মধ্যে দিয়ে তাঁদের প্রতিবাদে সরব হয়েছেন ৷
প্রতিবাদে সরব প্রতিটি মানুষের গলায় ছিল একটাই প্রতিবাদ, এই অগনতান্ত্রিক নিয়ম তাঁরা সমর্থন করে না ৷ নো এনআরসি, নো এনপিআর, নো সিএএ ৷ আজকের মিছিল ছিল দেশপ্রিয় পার্ক থেকে টালিগন্ঞ্জ ফাঁড়ি পর্যন্ত ৷ মিছিলে সামিল হয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য, ঋজু ঘোষাল, অনীক দত্ত, চন্দন সেন, সায়নী ঘোষের মত বিশিষ্ট ব্যক্তিত্বরা ৷
পিতৃ-মাতৃ পরিচয় পত্র দেখানোর ব্যাপারে তাঁদের বিরোধিতাকে কটাক্ষ করে এই রাজ্যের বিজেপি মুখপাত্র শ্রী দিলীপ ঘোষ আবার তোপ দেগেছে এবং বলেছেন ” কাগজ পত্র না দেখাতে পারলে এবার এরা মুখ দেখাতে পারবে না ” ৷ উত্তরে বিশিষ্ট অভিনেতা বলেন “মানুষের নজর আকর্ষণ করতেই তিনি এই ধরনের কথা বলেন” ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.