গাজীপুর-৫ আসনের বিএনপি প্রার্থী ফজলুল হক মিলন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে গাজীপুর জেলা বিএনপির সভাপতি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের দলটির প্রার্থী ফজলুল হক মিলনকে তার গ্রামের বাড়ি কালীগঞ্জের বর্তুল এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বিটিসি নিউজকে জানান, ঢাকার বিভিন্ন থানার ৭টি মামলায় গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ফজলুল হককে গ্রেফতার করেছে গাজীপুরের ডিবি পুলিশ।

তবে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাখাওয়াৎ হোসেন সবুজ বিটিসি নিউজকে জানান, ফজলুল হক মিলন সব মামলায় জামিনে ছিলেন। গ্রেফতার আতঙ্কে তিনি এত দিন এলাকায় আসেননি। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফজলুল হক মিলন গ্রামের বাড়িতে আসলে বিকেলের দিকে তাকে গ্রেফতার করা হয়।

কয়েকদিন আগে তার ঢাকার বাসায় পুলিশ অভিযান চালিয়েছিল বলেও জানান তিনি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.