গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন: নৌকা ৮৮৭০৯, ধানের শীষ ৩৮৮৫০

 

গাজীপুর প্রতিনিধিবিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের। ভোট গণনা শেষে কেন্দ্রে ফল চূড়ান্ত করা হয়েছে। ভোটের ফল পাঠানো হচ্ছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। রিটার্নিং কর্মকতা একের পর এক কেন্দ্রের ফল ঘোষণার পর মেয়র পদে বিজয়ীর নাম ঘোষণা করবেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৪২৫টি। এর মধ্যে নানা অনিয়মের কারণে সাতটি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তার ফল ঘোষণার আগেই এখন পর্যন্ত ৭৯টি কেন্দ্রের ফল পাওয়া গেছ এটি বিভিন্ন উৎস থেকে কেন্দ্র ভিত্তিক ফল।

এতে দেখা যায় মেয়র প্রার্থী আওয়ামী লীগের জাহাঙ্গীর আলমের নৌকা প্রতীক পেয়েছে ৮৮ হাজার ৭০৯ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন ৩৮ হাজার ৮৫০ ভোট।

বিভিন্ন উৎস থেকে পাওয়া অনানুষ্ঠানিক এই ভোটের তথ্যের আইনগত কোনো ভিত্তি নেই। রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলই চূড়ান্ত। রিটার্নিং কর্মকর্তাই বিজয়ী প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে থাকেন। এরপর ফল পাঠিয়ে দেন নির্বাচন কমিশনে। সেখান থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

মোট সাত জন গাজীপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.