গাজীপুরে বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় স্টাইল ক্রাফট লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করছে।
আজ বৃহস্পতিবার (১০ জুন) সকাল থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে ঢাকা-গাজীপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, সকালে শ্রমিকরা বকেয়া বেতন, বাৎসরিক ছুটিসহ কারখানার সামনে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে  যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সকাল সাড়ে ১১টা পর্যন্ত কারখানার সামনে ও সড়কে শ্রমিকরা অবস্থান করছিল।
কারখানার শ্রমিক বেলাল মিয়া বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গতকাল বুধবার (০৯ জুন) মালিক কারখানায় আসলেও আংশিক বকেয়া বেতন, বাৎসরিক ছুটিসহ বিভিন্ন পাওনা পরিশোধের বিষয়ে কোন প্রতিশ্রুতি না দিয়ে চলে যায়। এ কারণে আজ বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কর্মবিরতি ও সড়ক অবরোধ করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.