গাজার দক্ষিণে বাড়ি বাড়ি চলছে তীব্র লড়াই

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: টানা দুই মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধ চলছে। ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে গাজায় নিহতের সংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৪০ হাজারের বেশি। এ মুহূর্তে গাজায় ইসরায়েলি বাহিনী হামলা আরও বাড়িয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী পুরোদমে যুদ্ধ চালাচ্ছে। গাজায় বেসামরিক লোকদের প্রাণহানি কমানোর চাপের মধ্যেও অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসে বর্তমানে তুমুল লড়াই চলছে। সেখানে প্রতিটি বাড়িতে বাড়িতে লড়াই চলছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিসে বর্তমান অভিযান শেষ করতে আরও ৩-৪ সপ্তাহ লাগবে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ তথ্য জানিয়েছে।

9

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী এখন খান ইউনিসের কেন্দ্রে তাদের ট্যাংক নিয়ে যাচ্ছে। সেখানে তীব্র লড়াই চলছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক সাংবাদিক জানিয়েছেন, আজ সকালে খান ইউনিসে ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণের পরিমাণ অনেক বাড়িয়েছে।
রাফাহকে ইসরায়েলি বাহিনী নিরাপদ হিসেবে উল্লেখ করলেও সেখানে হামলা হচ্ছে বলেও জানানো হয়েছে। সেখানে দুটি আবাসিক ভবনে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে নিহত হয়েছে ১০ জনের বেশি।
এদিকে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আনা প্রস্তাবে গতকাল শুক্রবার ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্য গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য ভোট দেওয়া থেকে বিরত ছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.