গাজায় ইসরায়েলি হামলা, ২৪ ঘণ্টায় নিহত-২৫০

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। দেশটির আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে মাগাজি শরণার্থী শিবিরে নিহত হয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ।
সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। অঞ্চলটিতে গত ২৪ ঘণ্টায় ২৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে মাগাজি শরণার্থী শিবিরে ১০০ জনেরও বেশি লোককে হত্যা করেছে ইসরায়েল।
সোমবার মধ্য গাজা উপত্যকার মাগাজি শরণার্থী শিবিরে এক নারী বলেছেন, ‘আমার পুরো পরিবার চলে গেছে। তারা আমার কোনো ভাইকেই ছাড়েনি। সবাই মারা গেছেন।’
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মাগাজি ক্যাম্পের একটি আবাসিক চত্বরে ইসরায়েলি হামলায় সাতটি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে।
আল জাজিরার সংবাদদাতা হিন্দ খুদারি মাগাজি থেকে বলেছেন, ‘হামলায় একটি তিনতলা বিল্ডিংকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং আশপাশের আরও কয়েকটি বাড়ি ও ভবনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এক পরিবারের পাঁচজন সদস্য এখনো ধ্বংসস্তূপের নিচে রয়েছেন। আটকে পড়াদের মধ্যে শিশুও রয়েছে।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.