গাজায় ইসরায়েলি হামলায় ৪৭ খেলোয়াড় নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে এ পর্যন্ত ৪৭ জন ফিলিস্তিনি খেলোয়াড়সহ মোট ৬৪ জন ক্রীড়া-সম্পর্কিত কর্মকর্তা-কর্মচারী নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি অলিম্পিক কমিটি।
শনিবার (৯ ডিসেম্বর) প্রকাশিত এক রিপোর্টে আল জাজিরা জানায়, নিহতদের মধ্যে ছয় বছর বয়সী একজন কারাতে খেলোয়াড় ছিলো যে কিনা আন্তর্জাতিক আসরে ফিলিস্তিনকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখতো।
ইসরায়েলকে ধ্বংস দানব আখ্যা দিয়ে ফিলিস্তিন অলিম্পিক কমিটি এক বিবৃতিতে বলেছে, গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে ৪৭ জন ক্রীড়াবিদ এবং ১৭ জন প্রযুক্তিবিদ ও প্রশাসককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরে অলিম্পিক কমিটি জানিয়েছে, ইসরায়েলি বোমা হামলা চালিয়ে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) স্টেডিয়াম, বেইট হানুন স্টেডিয়াম, তিনটি অশ্বারোহী ক্লাব, একটি বেসবল মাঠ ও বেশ কয়েকটি মার্শাল আর্ট সেন্টারসহ অসংখ্য ক্রীড়া সুবিধা ধ্বংস করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.