গাইবান্ধা-৩ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী মৃত্যু বরণ করায় ভোট স্থগিত হওয়ায় ২৭ জানুয়ারী ভোট গ্রহণের ঘোষণা করলো ইসি সচিব

গাইবান্ধা প্রতিনিধি: ২০১৯ সালের ২৭ জানুয়ারী একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩১ গাইবান্ধা-৩ পলাশবাড়ী-সাদুল্যাপুর)আসনে ভোট গ্রহনের তারিখ ঘোষণা করলো ইসি সচিব
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়ায় গাইবান্ধা-৩ আসনে পুনঃতফসিল অনুযায়ী ভোট হবে  আগামী ২৭ জানুয়ারী  রবিবার।
২৩ ডিসেম্বর আজ রবিবার রাতে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এই পুনঃতফসিল ঘোষণা করেন। আর এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ জানুয়ারী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১০ দিন আগে  গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের ছয়বারের সাবেক সংসদ সদস্য ও ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুর কারণে এ আসনে ভোটের তারিখ পিছিয়ে দেওয়া হয়। পুনঃ তফসিল অনুযায়ী আগামী ২৭ জানুয়ারি (রবিবার)  ভোট গ্রহন করা হবে।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতালে মারা যান। ফজলে রাব্বী চৌধুরী দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ড. টি এম ফজলে রাব্বী চৌধুরী জাতীয় পার্টি থেকে গাইবান্ধা-৩ আসনে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃশাহরিয়ার কবির আকন্দ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.