সততা ও নিষ্ঠার সাথে নির্বাচনী বিধি নিষেধ মেনে অর্পিত দায়িত্ব পালন করবেন : নবাগত জেলা প্রশাসক গাইবান্ধা

গাইবান্ধা প্রতিনিধি: নবাগত জেলা প্রশাসক আব্দুল মতিন মিয়া বলেছেন, আপনাদের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করছি। সততা ও নিষ্ঠার সাথে নির্বাচনী বিধি নিষেধ মেনে অবিচল থেকে নির্বাচনের অর্পিত দায়িত্ব পালন করবেন।
আজ রবিবার ২৩ ডিসেম্বর ফুলছড়ি উপজেলার বুড়াইল স্কুল এন্ড কলেজে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে, জেলা পুলিশ সুপার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বদ্ধপরিকর। আশা করি আমরা সকলে মিলে একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব।
এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেন ও উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ফুলছড়ি উপজেলায় ৪৪টি ভোট কেন্দ্রের বিপরীতে ৪৪ জন প্রিজাইডিং অফিসার, ২২৯ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৪৫৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.