গাইবান্ধায় ২’শ বছরের পুরাতন কবরস্থানে অক্ষত অবস্থায় লাশ উদ্ধার, হাজারো মানুষের ভীড় 

গাইবান্ধা প্রতিনিধিঃ  গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের হাজি পাড়ায় পুরাতন কবরস্থানে মাটি কাটার সময় অক্ষত অবস্থায় আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে লাশের সন্ধান পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ২’শ বছর আগের এ পুরাতন কবরস্থানে কোন ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তি হওয়ায় লাশ ও কাফনের কাপড় আজো অক্ষত অবস্থায় আছে। তবে অনেক পুরাতন হওয়ায় ওই লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।
এ খবর জানাজানি হলে ওই কবরস্থানে নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী লোকজন ভীড় করছে মরদেহটি দেখার জন্য। উপস্থিত জনতার আগ্রহে স্থানীয় লোকজন এভাবে কবরের বের হওয়া কাফনের কাপড় ভালো অবস্থায় দেখা যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.