গাইবান্ধায় শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় জনজীবন জবুথবু 

গাইবান্ধা জেলা  প্রতিনিধি: গাইবান্ধা জেলায় শীতের প্রকোপ অব্যাহত রয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর সূর্যের মুখ দেখা গেলেও সূর্য কিরণের কোন উত্তাপ ছিল না। হালকা কুয়াশার চাদর ছড়িয়ে ছিল এবং সেইসাথে বইছিল হিমেল হাওয়া দিনভর।
তীব্র ঠান্ডায় কৃষক জমিতে কাজ করতে পারছে না। এদিকে অব্যাহত ঘন কুয়াশা ও রোদ না থাকায় কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে সরিষা, আলু, ভুট্রা, বিভিন্ন প্রকার সবজিসহ বোরো ধানের চারা।
হলুদ হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ধানের চারা, ঝরে পড়ছে সরিষার ফুল। এই প্রচন্ড শীতের কারণে হাসপাতালগুলোতে কোল্ড ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া, হাপানি রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ব্যাপক হারে।
শীতবস্ত্রের মূল্য বৃদ্ধি পাওয়ায় ছিন্নমুল মানুষেরা গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে।
ঘন কুয়াশার কারণে ব্রহ্মপুত্র-যমুনাসহ অন্য নদ-নদীতে নৌ চলাচল বিঘ্ন হচ্ছে। ফলে মূল ভূমির সাথে চরাঞ্চলের যোগাযোগ ব্যাহত হচ্ছে। রাতে ঘন কুয়াশার কারণে নৌ চলাচল বন্ধ হয়ে যায়।
ঘন কুয়াশার কারণে অনেকে দিনের বেলায় গাড়ির হেড লাইড জ্বালিয়ে চলাচল করছে। ফলে চরাঞ্চলের মানুষরা যাতায়াতের ক্ষেত্রে চরম বিপাকে পড়ে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.