গাইবান্ধায় মসজিদ কমিটির সভাপতির ঘুষিতে এক মুসল্লির মৃত্যু।। দুই জন আহত

গাইবান্ধা প্রতিনিধিঃ  গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নে মসজিদের টাকার হিসাব নিয়ে মসজিদ কমিটির সভাপতির হামলায় আব্দুল করিম মুন্সি (৬৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
আজ শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার পদুমশহর ইউনিয়নের ফকিরপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম মুন্সি সাঘাটা উপজেলার পদুমশহর ফকিরপাড়া গ্রামের মৃত তসলিম মুন্সির ছেলে।

এলাকাবাসী বিটিসি নিউজকে জানান, জুমার নামাজ শেষে মসজিদ কমিটির সভাপতি আনিছুর রহমানের কাছে ফকিরপাড়া জামে মসজিদের নামে বিভিন্ন ফান্ডের টাকার হিসাব চান সফি নামে এক মুসল্লি। এ সময় হিসাব দিতে তালবাহনা শুরু করেন আনিছুর রহমান এবং তার দুই ভাই জলিল ও শাহিন মিয়া।
একপর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে আনিছুর রহমান ক্ষিপ্ত হয়ে সফিকে চড়-থাপ্পড় মারেন। এ সময় হামিদুল ইসলাম নামে আরেক মুসল্লি মারামারি থামানোর চেষ্টা করলে আনিছুর তাকেও মারধর শুরু করেন।
হামিদুলকে উদ্ধারে তার বাবা আব্দুল করিম মুন্সি এগিয়ে গেলে আনিছুরের ঘুষিতে তিনি আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে সাঘাটা থানা পুলিশের বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোখলেচুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বিটিসি নিউজকে জানান, আজ ২৬ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.