তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনাঃ মেয়র লিটন

রাসিক প্রতিবেদকরাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে।

এখাতে দ্রুত সময়ে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। এদেশের তরুণদের মেধা আছে, তারা তথ্য ও প্রযুক্তিখাতে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

আজ শুক্রবার রাত সাড়ে আটটায় নিউ গভঃ ডিগ্রি কলেজ মিলনায়তনে রাজশাহীস্থ নাটোর জেলা ছাত্র কল্যান পরিষদের মিলন মেলা-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন নাটোর-৪ আসনের এমপি ও আব্দুল কুদ্দুস।

আমন্ত্রিত অতিথি ছিলেন নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস.এম জার্জিস কাদির ও যুব মহিলা লীগের সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি।

রাজশাহীস্থ নাটোর জেলা ছাত্র কল্যান পরিষদের সভাপতি রাজু আহমেদ আপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পলাশ। # (প্রেস বিজ্ঞপ্তি ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.