গাইবান্ধায় ভোক্তা-অধিকারের ভ্রাম‍্যমান অভিযানে ৭ প্রতিষ্টানের জরিমানা আদায় 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ভোক্তা-অধিকার অধিদপ্তরের  ভ্রাম্যমাণ অভিযানে ৭ প্রতিষ্টানে জরিমানা ৭৮ হাজার টাকা আদায়। আজ শনিবার (০৯ অক্টোবর) সকালে শহরের পুরাতন বাজারে মূল্য তালিকার চেয়ে পিয়াজের দাম বেশী রাখায়  ৪ ব্যবসায়ীকে ১৩০০০ টাকা জরিমানা করা হয়।
পরে শহরের  দুই ফিলিং ষ্টেশনে মাপে তেল কম দেয়ার অপরাধে ৫০ হাজার টাকা, ও রমেশ সুইট মিষ্টান্ন ভাণ্ডার এর অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ১৫ হাজার টাকার জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার- সংরক্ষন  গাইবান্ধা অফিসের সহকারী পরিচালক আব্দুর ছালাম এ অভিযান পরিচালনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা  র‍্যাব- ১৩ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম সহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.