গাইবান্ধায় ঘন কুয়াশার কারণে কৃষি জমিতে জরুরী অবতরণ করলো হেলিকপ্টার উড়ে গেলো ৩ ঘন্টা পর 

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় ঘন কুয়াশার কারণে আরোহী নিয়ে খোলা মাঠে কৃষি জমিতে জরুরী অবতরণ করলো বেসরকারি  হেলিকপ্টার মেঘনা এভিয়েশন। ঢাকা থেকে ছেড়ে আসা মেঘনা এভিয়েশন S2-AID প্রাইভেট কোম্পানীর হেলিকপ্টারটি দিনাজপুর যাচ্ছিলো।
জেলার পলাশবাড়ী উপজেলাধীন হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের ফাঁকা মাঠে আজ রবিবার (১৯ জানুয়ারী) ১১.৫৫ মিনিটে এ জরুরী অবতরণ করে। হটাৎ কৃষি জমিতে হেলিকাপ্টার নেমে আসার ফলে এলাকাবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, হেলিকপ্টারটিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক চন্ডিদাস কুন্ড সহ অপর ৩ জন যাত্রী ছিলেন এবং নিরাপদে ল্যান্ড করায় সকলেই ভালো আছেন।
হেলিকপ্টারের পাইলট ক্যাপ্টেন ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, হেলিকপ্টারটি ৪ জন আরোহী নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে আকাশ মেঘাচ্ছন্ন, কুয়াশা, বৃষ্টি ও আবহাওয়া খারাপ থাকায় জরুরী অবতরণ করেছেন। আবহাওয়া অনুকুলে আশা মাত্র আমি ফ্লাই করবো।
ঘটনার পর মুহুর্তের মধ্যে বিভিন্ন বয়সী উৎসুক নারী পুরুষ ও শিশুরা হেলিকপ্টারটি দেখার জন্য ওই মাঠে ভীড় জমায়। পলাশবাড়ী থানার এসআই জাহিদ ও এএসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। হেলিকপ্টার আরোহী বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালকের সফর সঙ্গী নিয়ে পরে গাড়ী যোগে সড়ক পথে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।
হেলিকপ্টারটি প্রায় সাড়ে ৩ ঘন্টা পর ৩.১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করতে দেখা যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.