গাইবান্ধায় করোনায় নতুন ৪ জন আক্রান্ত, হোম কোয়ারেন্টাইনে ৫০৭ জন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় করোনা ভাইরাসে নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছে বলে সিভিল সার্জন সুত্রে আজ সোমবার সকাল ১০টার রিপোর্টে খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, গতকাল রোববার পর্যন্ত গাইবান্ধায় করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যা ছিল ২০৭ জন। গত ২৪ ঘন্টায় আরও ৪ জন বেড়ে এখন জেলায় মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জন।
তবে করোনা ভাইরাস সন্দেহে নানা উপসর্গে নতুন করে ২৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭ জন। এদিকে জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এখন ২১১ জন। এরমধ্যে ৬ জন মারা গেছে। ১৬৪ জন গাইবান্ধা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন আইসোলেসনে রয়েছে।
এছাড়া করোনায় আক্রান্ত ৪১ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ও ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে ৩৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, সিভিল সার্জন প্রদত্ত তথ্যে আরও জানা গেছে, জেলায় গত ২৪ ঘন্টায় ৫০৭ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
এরমধ্যে সুন্দরগঞ্জে ৯২, গোব্দিন্দগঞ্জে ১৭৬, সদরে ১১১, ফুলছড়িতে ১৫, সাঘাটায় ২৮, পলাশবাড়িতে ৩৮ ও সাদুল্যাপুর উপজেলায় ৪৭ জন। আরো জানা গেছে পলাশবাড়ী উপজেলায় জনতা ব্যাংকের এক কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসার ব্যাংকটি লকডাউন ঘোষনা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.