গাইবান্ধায় ইয়াবা-আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার-১

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ১১০ পিস ইয়াবা ও এক রাউন্ড গুলি ভর্তি দেশীয় ওয়ান শুটারগানসহ সাজ্জাদ হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
আজ মঙ্গলবার (০২ নভেম্বর) সন্ধ্যায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৩, রংপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
গ্রেফতারকৃত মাদক কারবারি সাজ্জাদ হোসেন গাইবান্ধা সদর উপজেলার গাইবান্ধা পৌরসভার সবুজপাড়ার মো. আলতাফ হোসেনের ছেলে।
লেফটেন্যান্ট বশির আহমেদ বিটিসি নিউজকে জানান, সোমবার (০১ নভেম্বর) দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে র‌্যাব-১৩, সিপিসি-৩ এর গাইবান্ধা কোম্পানির সদস্যরা তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেপ্তারকৃত সাজ্জাদ বেশ কিছুদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।
গাইবান্ধা সদর থানার (ওসি) মাসুদুর রহমান বিটিসি নিউজকে জানান, এই ঘটনায় আজ মঙ্গলবার বিকালে র‌্যাব বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় সাজ্জাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০ (ক) ধারায় এবং ‘আর্ম এ্যাক্ট ১৮৭৮’এর ১৯-অ ধারায় পৃথক দু’টি মামলা দায়ের করে আসামীকে থানায় হস্তান্তর করেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.