গাইবান্ধার পলাশবাড়ীতে ভিজিএফের ৬০ মণ চাল জব্দ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্রির সময় ৬০ মণ ভিজিএফর চাল জব্দ করেছেন প্রশাসন। আজ শনিবার (০৯ জুলাই) দুপুরে চাল জব্দের বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান।
তিনি জানান, ঈদে উপজেলার পবনাপুর ইউনিয়নের তিন হাজার ৩২৯ জনকে ১০ কেজি করে চাল বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়। গতকাল শুক্রবার (০৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়ন পরিষদের পাশে রাস্তায় ভ্যান যোগে ভিজিএফের চাল নিয়ে যাচ্ছিলেন স্থানীয় এক ব্যবসায়ী। বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক ৮০ বস্তা চাল জব্দ করা হয়।
মো. কামরুজ্জামান আরও জানান, স্থানীয় ওই চাল ব্যবসায়ী কিভাবে এসব চাল ক্রয় করেছেন সেটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত আব্দুল সামাদ নামের একজনের নামে মামলা প্রস্তুতি চলছে।
এ বিষয়ে পাবনাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান মণ্ডলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.