এখন পর্যন্ত সেরা ক্রিকেট খেলতে পারিনি : তামিম

বিটিসি স্পোর্টস ডেস্ক: আগামীকাল রবিবার গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে। তিন ম্যাচের এই সিরিজে সাফল্যে আশাবাদী বাংলাদেশ। টেস্ট এবং টি-টোয়েন্টিতে হারের ব্যর্থতা কাটিয়ে এবার ঘুরে দাঁড়াতে চায় তামিম ইকবালের দল।
আজ শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমরা জানি হারটা মজার নয়। আমরা এই সিরিজে ভালো করতে চাই। দলের সবাই ভালো করতে মুখিয়ে আছেন। আপনি যদি ম্যাচ জিততে না পারেন, সবকিছুই কঠিন হয়ে যাবে। আমরা খুবই গর্বিত, একটি ভালো দল পেয়েছি। এখন পর্যন্ত আমরা টেস্ট এবং টি-টোয়েন্টিতে ভালো ক্রিকেট খেলতে পারিনি। কিন্তু আমি আশাবাদী প্রথম ওয়ানডেতে ভালো শুরু করব। কারণ এই এক ফরম্যাটে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলে, ‘এটা সত্য আমরা সেরা ক্রিকেট খেলতে পারিনি। ওয়ানডেতে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমি মনে করি না আলাদাভাবে সবাইকে অনুপ্রাণিত করতে হবে, কারণ সবাই দেশের জন্য খেলছে। এই কথার চেয়ে আর কিছু বলার থাকে না।’
তবে বৃষ্টির কারণে অনুশীলন বাধাগ্রস্ত হওয়ায় তামিম হতাশ। এ সম্পর্কে তিনি বলেন, ‘সাত থেকে আট দিন হয়ে গেছে, এখনও আমি ব্যাট করতে পারিনি। আজ একটি সুযোগ ছিল, আমি দুই বল খেলার পর বৃষ্টি এসে গেছে। আমাদের শুধু মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’
গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডে আগামীকাল। পরে দুটি ম্যাচ হবে যথাক্রমে ১৩ ও ১৬ জুলাই। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.