গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। “মুজিব বর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া আজ বুধবার (১৩ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব‍্যবস্থাপনা অধিদপ্তরে সহযোগিতায় দিবসটির তাৎপর্য উল্লেখ করে টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জননেতা  আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ‍্যুৎ, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ- সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম রাসেল, অফিস সহকারী মিজানুর রহমান ও আনিছুর রহমান প্রমুখ। এর আগে  ফায়ার সার্ভিসের দুটি টিম অগ্নিনির্বাপন মহড়ায় যোগদান করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.