গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে গোপনে রাস্তার গাছ কেটে বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ২২ ফেব্রুয়ারি সন্ধ্যার অল্প কিছুক্ষণ আগে ইউপি ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বেতকাপা ইউনিয়নের এলাকাবাসী ও ইউপি সদস্যরা এ মানববন্ধন করেন। এতে সভাপতিত্ব করেন ইউপি সদস‍্য আবু তাহের।
এসময় বক্তারা জানান, বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গৌরনিতাই সমবায় সমিতি কর্তৃক রোপনকৃত ৫’শ ৪৮ টি গাছ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা এবং উক্ত সমিতির সভাপতি -সম্পাদক ও বন বিভাগের সঙ্গে যোগসাজোস করে সকল ইউপি সদস্যদের না জানিয়ে রেজুলেশন করে কোনো প্রকার প্রচার-প্রচারণা ছাড়াই নাম্বার বিহীন গাছগুলো মাত্র ১৪ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি করেন মেসার্স মুন ফার্নিচারের নিকট চেয়ারম্যান।
যাহার বাস্তব মূল্য ৬৮ লক্ষ টাকা। এতে করে সরকার মোটা একটি রাজস্ব থেকে বঞ্চিত হয়েছেন। পাশাপাশি রাস্তার দু’ধারের জমির মালিকগণও ক্ষতিপূরণ পাননি।
এব‍্যাপারে একটি অভিযোগ পত্র জেলা প্রশাসক বরাবরে প্রদান করা হয়েছে। এসময় আরো বক্তব্য রাখেন অন‍্যান‍্য ইউপি সদস্য ও এলাকাবাসীরা। তারা এ মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে ব‍্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.