গাঁধি মূর্তির সামনে একা ধর্না শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা

(গাঁধি মূর্তির সামনে একা ধর্না শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা–ছবি: প্রতিনিধির)
কলকাতা প্রতিনিধি: সেনার অনুমতি নিয়ে জটিলতার মধ্যেই গাঁধি মূর্তির সামনে একা ধর্না শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন গাঁধি মূর্তির নীচে ধর্নায় বসার কথা সোমবারই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু মুখ্যমন্ত্রী ধর্না শুরু করে দিলেও সেনার অনুমতি আসেনি ৷
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী যেখানে ধর্না দিচ্ছেন, সেখানে সেনার তরফে এক প্রতিনিধি গিয়ে সবকিছু খতিয়ে দেখে রিপোর্ট দেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে৷ তার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী ৷
সেনা সূত্রে খবর, এ দিন সকাল ৯.৪০ মিনিটে মমতার ধর্নায় বসার জন্য অনুমতি চেয়ে সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডের কাছে ই মেল করা হয় তৃণমূলের তরফে ৷ কারণ গাঁধি মূর্তির সামনের ওই এলাকা সেনাবাহিনীর অধীনে পড়ে ৷
পাশাপাশি অনুমতি চাওয়া হয় লালবাজারের কাছে ৷ সেই অনুমতি আসার আগেই অবশ্য বেলা বারোটার আগে একাই ধর্না শুরু করেন তৃণমূলনেত্রী৷ সেনার যুক্তি ছিল, এত কম সময়ের মধ্যে অনুমতি দেওয়া সম্ভব নয় ৷ তবে মমতার ধর্নার জন্য কোনও মঞ্চ করা হয়নি ৷
যদিও মুখ্যমন্ত্রী ধর্নায় বসবেন সেই খবর পেয়েই এ দিন সকাল থেকে প্রচুর সংখ্যক তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকরা গাঁধি মূর্তির কাছে জড়ো হন ৷ তাঁদের অবশ্য অনেকটা দূরেই সরিয়ে দেয় পুলিশ ৷ কাউকে কোনও পতাকা, ব্যানারও নিতে দেননি তৃণমূল নেতৃত্ব ৷ শাসক দলের বেশ কয়েকজন নেতাও ওই এলাকায় রয়েছেন৷ প্রত্যেকেই অবশ্য মুখ্যমন্ত্রীর থেকে অনেকটা দূরে ছিলেন ৷
তৃণমূল সূত্রে খবর, সেনার অনুমতি নিয়ে জটিলতা এড়াতেই তৃণমূলের তরফে কোনও মঞ্চ করা হয়নি ৷ মমতার সঙ্গে রাখা হয়নি অন্য কোনও নেতাকেও৷ আর নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকায় কোনও বক্তব্যও রাখবেন না মুখ্যমন্ত্রী ৷ সবমিলিয়ে বেনজির ছবির সাক্ষী থাকল রাজ্য রাজনীতি ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.