গমের উৎপাদন ভাল হলে কেনা হবে : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, গমের উৎপাদন ভাল হওয়ার পরও যদি কৃষকরা দাম না পায় তবে আগামীতে সরকারি ভাবে ক্রয় করা হবে। গম ক্রয়ের সময় যদি স্থানীয় বাজারে দাম বৃদ্ধি পায় তবে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। আজ শনিবার বেলা ১২টায় নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে খাদ্যগুদাম পরিদর্শন করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরো বলেন, নওগাঁয় যে ১৯ টি খাদ্যগুদাম আছে তা পর্যাপ্ত না। ধারন ক্ষমতা বৃদ্ধির জন্য বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) থেকে শহরের বাহিরে একটি সিএসডি গুদামের অনুমোদন হয়েছে। এছাড়া নওগাঁ সদর উপজেলা, পত্নীতলা ও আগ্রাদ্বিগুনে আরো তিনটি খাদ্যগুদাম তৈরীর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এসময় মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুসফিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, মান্দা থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা মো: এমদাদুল হক, সাধারন সম্পাদক স.ম জসিম উদ্দিন, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নান ও এসএম ব্রহানি সুলতান মামুদ গামা, যুবলীগের সভাপতি অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন, জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, সাধারন সম্পাদক ফরহাদ হোসেন চকদার, উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাজের হাসান, খাদ্য পরিদর্শক মমতি রানী দাস, সদর খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল কাইয়ুম, প্রসাদপুর খাদ্য গুদাম কর্মকর্তা গোলাম রসুলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রীকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে খাদ্যমন্ত্রী খাদ্যগুদাম চত্বরে একটি ফলজ বৃক্ষ রোপন করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.