খেরসনে শতাধিক রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরটি রুশ বাহিনীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, তাদের পাল্টা হামলায় কোনঠাসা হয়ে পড়েছে রুশ বাহিনী। এখন ইউক্রেনের সেনাদের পাল্টা হামলার মুখে শহরটি কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে।
এর ফলে শহরের দিনিপ্রো নদীর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করা শতাধিক রুশ সেনা প্রাণ হারিয়েছে।
এছাড়া, সেখানে দুটি রুশ অস্ত্রাগারে হামলা চালিয়ে ধ্বংস করার দাবিও করেছে ইউক্রেন।
তাদের এ হামলার লক্ষ্য হচ্ছে, রুশ বাহিনীকে দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্ন করে ফেলা, যাতে রাশিয়া থেকে তাদের কাছে কোন রশদ না আসতে পারে।
নব্য নাৎসিবাদ উৎখাতের কথা বলে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। পরে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিশাল এলাকা ও খেরসন দখল করে নেন রুশ সেনারা। ইউক্রেন এখন নিজেদের এলাকা পুনর্দখলে নিতে সামরিক কার্যক্রম জোরদার করেছে।
ইউক্রেন দাবি করছে, শুক্রবার তাদের হামলায় খেরসনে শতাধিক রুশ সেনা হত্যার পাশাপাশি শত্রুপক্ষের ৭টি ট্যাঙ্ক ধ্বংস করেছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের সেনা কমান্ড শনিবার এক বিবৃতিতে এসব দাবি করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.