খেরসনে ‘ধুঁকছে’ রুশ বাহিনী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের দিনিপোর নদীর ওপর নিজেদের অবস্থান থেকে পিছু হটছে রুশ বাহিনী। ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
আজ সোমবার সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রোববার ইউক্রেনের মিলিটারির এক মুখপাত্র নাতালিয়া হুমেনিউক বলেন, তারা (রাশিয়া) তাদের এলিট ইউনিট এবং অন্যান্য অফিসারদের পূর্ব তীর থেকে সরিয়ে নিচ্ছে। শুধু সেখানে যাদের সমাবেশ করেছে তাদের রেখে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা সম্মুখ সারিতে অব্যাহত অগ্রসর হচ্ছি। কিন্তু তারা তাদের প্রতিরক্ষামূলক লাইনের পেছনে নিরাপদ স্থানে। তারা পূর্ব তীরে তাদের সেনাদের কেন্দ্রীভূত করার চেষ্টা চালাচ্ছে।
গত মাসে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা সত্ত্বেও খেরসনকে নিজেদের দখলে নেয় রাশিয়া। তবে সেখানে ইউক্রেনের সেনাবাহিনী তাদের লড়াই চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি ক্রেমলিন সমর্থিত নেতারা খেরসনের বাসিন্দাদের অঞ্চলটি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেন। সিএনএন বলছে, এতে ইউক্রেনে বাহিনীর পাল্টা আক্রমণে ধুঁকছে রুশ বাহিনী।
তবে রাশিয়া দাবি করছে, খেরসনের স্থলভাগে রুশ বাহিনী হারেনি তবে বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে তাদের সরিয়ে নিচ্ছে।
চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ সোমবার পর্যন্ত টানা ২৪৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.