খেরসনের সীমান্ত এলাকা পুনর্দখলের দাবি ইউক্রেনের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণসাগর তীরবর্তী অঞ্চল খেরসনের সীমান্ত এলাকার বেশ কয়েকটি বসতি পুনর্দখলের দাবি করেছে ইউক্রেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ সময় মাইকোলাইভের সীমান্ত এলাকায়ও বেশ কয়েকটি বসতি পুনর্দখলের দাবি করে দেশটির সেনাবাহিনী।
ইউক্রেনের সেনাবাহিনী জানায়, ইউক্রেনীয়দের প্রবল প্রতিরোধের মুখে রুশ সেনারা ওইসব এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। 
এদিকে, কয়েকদিন ধরে রাশিয়ান সামরিক বাহিনী খারকিভ শহর এবং ইজিয়াম শহরের উত্তরে অঞ্চলে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে বলে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সর্বশেষ আপডেটে বলা হয়েছে।
এছাড়া রুশ সেনাবাহিনী ইউক্রেনের লাইমান, সেভেরোডোনেটস্ক এবং পোপাসনায় আক্রমণাত্মক অভিযানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হচ্ছে বলেও ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক ফেসবুক পোস্টে জানিয়েছে।
অন্যদিকে মারিউপোলে রুশ বাহিনী আজভস্টাল এলাকার ইউক্রেনীয় ইউনিটকে প্রতিহত করতে হামলা জোরদার করেছে।  ইউক্রেনের দখলে থাকা সর্বশেষ স্থান ওই স্টিল কারখানা দখলে নিতে রাশিয়া বিমান হামলা চালাচ্ছে বলেও ওই বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে।
২৬ এপ্রিল খেরসন অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে রাশিয়া। পূর্বে ক্রিমিয়া উপদ্বীপ এবং রাশিয়ান-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এলাকার মধ্যে সংযোগ স্থাপনকারী খেরাসন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
আঞ্চলিক সদর দফতরের নিয়ন্ত্রণ নেওয়ার পর রাশিয়া খেরাসনে নতুন মেয়র নিয়োগ দিয়েছে বলে সেখানকার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর এই প্রথম বড় শহর দখলে নেয় রাশিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.