খুলনা ১৪টি এলাকাকে ‘রেড জোন’ করার সুপারিশ 

খুলনা ব্যুরো: করোনার হটস্পট খুলনার চৌদ্দটি পয়েন্টকে “রেড জোন” করার জন্য জেলা প্রশাসক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নিকট সুপারিশ করেছেন জেলা সিভিল সার্জন। এসব পয়েন্ট হচ্ছে- খুলনা মহানগরীর ৮, ৯, ১৪, ১৬, ১৭, ১৮, ১৯, ২১, ২২, ২৪, ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ড।

এবং দিঘলিয়া উপজেলার সেনহাটি ও রূপসা উপজেলার আইচগাতি এলাকা। আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেলে এসব এলাকাকে “রেড জোন” করার সুপারিশ জানিয়ে জেলা প্রশাসক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে চিঠি দেওয়া হয়েছে। খুলনা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

এসব এলাকায় লকডাউনসহ সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে । খুলনায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৪৪৫ জন। এর মধ্যে মারা গেছে ৯ জন।

জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ‘জোনভিত্তিক লকডাউনের মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবিলা করার পরিকল্পনা করা হয়েছে। কোথায় লকডাউন হবে তার তালিকা স্থানীয় প্রশাসন ঠিক করবে। তবে অধিক সংক্রমণ এলাকা চিহ্নিত করে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.