খুলনা শিপইয়ার্ড কর্তৃক হাসপাতালে অটো বিপিএপি এবং সিপিএপি মেশিন প্রদান


খুলনা ব্যুরো: খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) এর নিজস্ব উদ্যোগে আজ সোমবার (০২ আগস্ট) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা রোগীদের জন্য একটি অটো বিপিএপি এবং দুইটি অটো সিপিএপি মেশিন প্রদান করা হয়। খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম জাকিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ রবিউল হাসানের নিকট মেশিনগুলো হস্তান্তর করেন।
এসময় খুশিলি’র ব্যবস্থাপনা পরিচালক জানান, সামজিক দায়বদ্ধতার অংশ হিসেবে খুলনা শিপইয়ার্ড করোনাকালে কর্মহীন ব্যক্তি, দিন মজুর, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে। এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হস্তান্তর অনুষ্ঠানে খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ আহাদ আলী, উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ ও খুশিলি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খুলনা জেনারেল হাসপাতালের করোনা রোগীদের জন্য একটি অটো বিপিএপি এবং দুইটি অটো সিপিএপি মেশিন সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদের নিকট হস্তান্তর করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.