খুলনা বিভাগে করোনায় মৃত্যু ৩২, শনাক্ত ১৩৬৭, খুলনায় মৃত্যু ১২

খুলনা ব্যুরো: খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় ৩২ জনের মৃত্য হয়েছে। এর মধ্যে খুলনার তিন হাসপাতালে মৃত্যু হয়েছে ১২ জনের। বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ১৩৬৭।
খুলনায় মৃত্যুবরনকরী ব্যাক্তিদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে পাঁচজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন, রামপালের লাবনী আক্তার (৪২) খুলনার মনি খন্দকার (৪০), বাগেরহাটের ফারুক আহমেদ (৭০) ও যশোরের কেশবপুরের মশিউর রহমান (৬৫)। এছাড়া একজন উপসর্গ নিয়ে মারা যান। ১৩০ শয্যার হাসপাতালটিতে সকাল পর্যন্ত ১৮৩জন চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে রেড জোনে ১০০জন, ইয়ালো জোনে ৪৩জন, আইসিইউতে ২০জন এবং এইচডিইউতে ২০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫৯জন। আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৪৫ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- নওয়াপাড়ার আবদুল হামিদ (৭০), গোপালগঞ্জ কাশিয়ানির মরিয়ম বেগম (৭০), নড়াইল সদরের জিয়াউর রহমান (৩৮) ও নড়াইল সদরের আব্দুল বারী (৬৩)।
এছাড়া হাসপাতালের করোনা ইউনিটে ৯২ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৭ জন আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ১৯জন। আইসিইউতে রয়েছেন ছয়জন আর এইচডিইউতে আছেন ৮ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ৬৬জন, তার মধ্যে ৩০জন পুরুষ ও ৩৬জন মহিলা। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৫জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।
মৃতরা হলেন, নগরীর খালিশপুরের চান মিয়া(৬৯), পাইকগাছার আব্দুল কালাম (৪৬) ও নগরীর হাজী মহসিন রোডের জহুরুল হক (৭৪)।
খুলনা বিভাগে করোনা ভাইরাসের একদিনে দ্বিতীয় বারের মতো সর্বোচ্চ মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে বিভাগে ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে রেকর্ড ১ হাজার ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুন) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা বিটিসি নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যশোরে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বাগেরহাটে পাঁচজন, খুলনায় চারজন, কুষ্টিয়ায় চারজন, নড়াইলে তিনজন মেহেরপুরে দুইজন, চুয়াডাঙ্গায় দুজন, মাগুরায় দুইজন, ঝিনাইদহে একজন এবং সাতক্ষীরায় একজন মারা গেছেন।
করোনা সংক্রমণের শুরু থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৯৯৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৩ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ হাজার ৪৩৭ জন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.