খুলনা প্রেসক্লাব নির্বাচনে এসএম হাবিব সভাপতি সাহেব আলী সাধারণ সম্পাদক ও টুটুল কোষাধ্যক্ষ নির্বাচিত

খুলনা ব্যুরো: খুলনা প্রেসক্লাব নির্বাচনে এটিএন বাংলার বিভাগীয় প্রধান এসএম হাবিব সভাপতি, দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার মো.সাহেব আলী সাধারণ সম্পাদক ও পূর্বাঞ্চলের বিশেষ প্রতিনিধি রফিউল ইসলাম টুটুল কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত বার্ষিক নির্বাচনে ১২০ জন সদস্যের মধ্যে ১১৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কালকের নির্বাচনে সভাপতি, সহকারী সম্পাদক(ঢাকা কোটা), সদস্য(সম্পাদক কোটা), সদস্য(স্থানীয় কোটা) ও সদস্য(ঢাকা কোটা) পদের সর্মমোট ১১টি পদে ভোটগ্রহণ হয়। বাকী আটটি পদে আগেই আটজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিজয়ী অন্যান্যরা হলেন, সহ-সভাপতি (স্থানীয়) দৈনিক পূর্বাঞ্চলের চীফ রিপোর্টার অমিয় কান্তি পাল, সহ-সভাপতি (ঢাকা) দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি (সম্পাদক) দৈনিক সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক দৈনিক পূর্বাঞ্চলের চীফ ফটো সাংবাদিক আনোয়ারুল ইসলাম কাজল, সহকারী সম্পাদক (স্থানীয়) দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার এম এ জলিল ও দৈনিক পূর্বাঞ্চলের সহ-সম্পাদক শেখ মাহমুদ হাসান সোহেল, সহকারী সম্পাদক (ঢাকা) বাংলা নিউজের মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য (সম্পাদক) দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিনিদিনের সম্পাদক এসএম সাহিদ হোসেন ও সাপ্তাহিক সত্যেও সন্ধ্যানের সম্পাদক মো. ফরিদ আহমেদ, সদস্য (ঢাকা) ইকোনোমিক টাইমসের খুলনা প্রতিনিধি মো. আনিসুজ্জামান, মাছরাঙা টেলিভিশনের মোস্তফা জামাল পপলু ও সোহেল মাহমুদ, সদস্য (স্থানীয়) সাপ্তাহিক আমাদের খুলনার চীফ রিপোর্টার হাসান আহমেদ মোল্লা, দৈনিক জন্মভুমির চীফ রিপোর্টার সোহরাব হোসেন ও দৈনিক তথ্যের স্টাফ রিপোর্টার এসএম ফরিদ রানা।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগীয় উপ-প্রধান তথ্য অফিসার ম জাভেদ ইকবাল ও সদস্য ছিলেন জেলা তথ্য অফিসের উপ পরিচালক মো. মেহেদী হাসান ও তথ্য অফিসার মঈনুদ্দিন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.