আদমদীঘিতে নাশকতা মামলায় ৪ জন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার পরিকল্পনা সংক্রান্ত মামলায় পুলিশ বিএনপির ও তার অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার নামা পোওতা গ্রামের কুকড়া সরদারের ছেলে সামছুদ্দীন (৫০) কোমারপুর দিঘী পাড়ার মোজাহার হোসেনের ছেলে ওবাইদুল (৪০) বড় জিনইর গ্রামের নিছার উদ্দীনের ছেলে তোফাজ্জল হোসেন তোফা (৫৪) ও একই গ্রামের শাখাওয়াত হোসেনের ছেলে সানোয়ার হোসেন সেতু (৩০)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বিটিসি নিউজকে জানান, উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনা সংক্রান্ত মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.