খুলনা তেরখাদায় ভয়াবহ অগ্নিকান্ড, ২ কোটি টাকার ক্ষতির আশংকা 

খুলনা ব্যুরো: খুলনার তেরখাদা উপজেলার সদর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১৫ টি দোকান ও মালামাল রাখার গুদাম আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতির আশংকা করছেন ব্যবসায়ীরা।
রূপসা সেনের বাজার ফায়ার সার্ভিসের ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আজ মঙ্গলবার (০৫ অক্টোবর) সন্ধ্যার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, আগুনে সুধীর সাহা, কালু সাহা, হামিদ শেখের মুদির দোকান, অসীম সাহার রাইচ মিল, ইশারুলের চালের দোকান, বিধান সাহার টিনের দোকান, রাইচ মিল, তেল-পেট্রোল-চালের গোডাউনসহ প্রায় ১৫ টি দোকান পুড়ে যায়। অগ্নিকান্ডে ব্যবসায়ীদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা।
তেরখাদা বাজার কমিটির সাধারন সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক কচি বলেন, বাজারের মুদি ব্যবসায়ী সুধির সাহার দোকানে আগুন দিয়ে পিচ গলাতে গিয়ে আগুনের সূত্রপাত হয়।
রূপসার উপজেলার সেনেরবাজার ফায়ার সার্ভিসের ইন্সটেক্টর নূর ইসলাম বিটিসি নিউজকে বলেন, খবর পাওয়ার পর আমাদের ইউনিট ঘটনাস্থলেএসে আগুন নেভাতে সক্ষম হয়েছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি।
 তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা বিটিসি নিউজকে বলেন, খবর শোনার পরই ফায়ার সার্ভিস ইউনিটকে জানিয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে সব মিলিয়ে ১০-১৫ টি দোকান, রাইচমিল ও মালামালের গুদাম পুড়ে যায়।
তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, ৪/৫ টি দোকান ঘরের কোন কিছুই নাই, আর ৫টি ঘরের অর্ধেক ক্ষতিগ্রস্থ হয়েছে। সুধীর সাহা ও কালু সাহার গোডাউনে প্রায় কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.